আজও বব ডিলান: যেদিন তিনি ইলেকট্রিক গিটার হাতে প্রথম মঞ্চে উঠেছিলেন
বিশ্বের সংগীত ও পপ কালচারের ক্যানভাসে বব ডিলান এক নায়কের নাম। তাঁর প্রভাব পেরিয়েছে ভাষা, দেশ ও প্রজন্মের গণ্ডি। দুনিয়াজুড়ে ৬০ বছর ধরে বেজে যাচ্ছে তাঁর গান। এই শিল্পীর বেশির ভাগ জনপ্রিয় গানের জন্মই সেই ১৯৬০-এর দশকে। সেই সময়ে ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড, ‘দ্য টাইমস দে আর আ-চেঞ্জিং’ বা ‘এ হার্ড রেইন’--এসব গা